সাধারণত বাংলাদেশের মানুষ যে সব দেশ ভ্রমণ করেন, তার একটা তালিকা করলাম!

সাধারণত বাংলাদেশের মানুষ যে সব দেশ ভ্রমণ করেন, তার একটা তালিকা করলাম!

তাদের ভিসা পাওয়ার হার বা আর্থসামাজিক অবস্থানের ভিত্তিতে এদেরকে কয়েকটা ভাগে ভাগ করছিঃ

নোটঃ আগেই বলে নেই, এটা কোন ভ্রমণের সিকুয়েন্স না!

প্রথম ধাপঃ

ভারত, নেপাল, ভুটান, মায়ানমার, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ইন্দোনেশিয়া, কম্বোডিয়া, লাওস

দ্বিতীয়  ধাপঃ

থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ভিয়েতনাম, ফিলিপিন্স, আরব আমিরাত, মিশর, চীন, তুরস্ক

তৃতীয় ধাপঃ

জাপান, কোরিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইউরোপ, কানাডা, ইউ কে, আমেরিকা

ইদানিং মধ্য এশিয়ার দেশ উজবেকিস্থান ও তাজিকিস্থান  এ বাংলাদেশিদের ভ্রমণ বেশ লক্ষণীয়!

সাধারণত আমরা ওশেনিয়া, আফ্রিকা, দক্ষিণ আমেরিকা এবং ক্যারিবিয়ান অঞ্চলে ভ্রমনে খুবই কম যাই।

সুতরাং উপরের তালিকার বাইরে, এই সব মহাদেশের মধ্যে অন্যতম সুন্দর জায়গাগুলোর ও একটা লিস্ট করলাম! যেমনঃ

ওশেনিয়াঃ পালাউ, ফিজি, টোংগা

আফ্রিকাঃ দক্ষিণ আফ্রিকা, সিসিলিস, মরিশাস

দক্ষিণ আমেরিকাঃ চিলি, বলিভিয়া, ব্রাজিল, আর্জেন্টিনা

ক্যারিবিয়ানঃ বাহামা, বার্বাডোস, পানামা  

এখানে প্রায় ৪০ টা দেশের নাম আছে, এর বাইরে এক ইউরোপেই কমপক্ষে ২০ টা দেশ ঘুরতে পারবেন। আপনার এক জীবনে ৬০/৭০ টা দেশ ঘুরতে পারলে আর কি লাগে?

জীবনতো ২ টা পাইবেন না। ভ্রমণ করুন, ভাল থাকুন।

আর হ্যা ভ্রমনের সময় বিনা অনুমতিতে কারো ছবি তুলবেন না এবং যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না!

ছবিটি বলিভিয়ার সল্ট ফ্লাটের, প্রায় ১০ হাজার বর্গ কিমি এলাকা নিয়ে  পৃথিবীর সবচেয়ে বড় লবনের লেক বা মাঠ, এটা খুবই সমতল এবং স্বচ্ছ, এইজন্য একে পৃথিবীর আয়না বা আকাশের আয়না ও অনেকে বলে থাকে।

Popular posts from this blog

ভূটান_ট্যুর (৫ রাত / ৪ দিন)

সূরা ইখলাস, রাসূল (সাঃ) বলেছেন, ‘নিশ্চয়ই সূরা ইখলাস এক-তৃতীয়াংশ কুরআনের সমান

Assalamu alaikum Everyone.☞ The Biography of Prophet Muhammad (S.A.W)