Posts

Showing posts from December, 2018

থাই ভিসার আদ্যোপান্ত , কিভাবে করবেন এবং যা যা লাগবে

Image
থাই ভিসার আদ্যোপান্ত , কিভাবে করবেন এবং যা যা লাগবে । থাইল্যান্ড সারা বিশ্বেই অত্যন্ত জনপ্রিয় পর্যটন গন্তব্য। ব্যাংককের সুবর্ণভূমি বিমান বন্দরে নামলেই এর সত্যতা বুঝতে পারবেন। সারা পৃথিবী থেকে পর্যটকরা এসে ভিড় করে থাইল্যান্ডে। আমাদের দেশে থাইল্যান্ডের পর্যটনের নেতিবাচক দিকগুলোই বেশি আলোচিত হয়, অথচ পরিবার পরিজন নিয়েও ঘোরার জন্য সাদা হাতির দেশ নামে খ্যাত এ দেশটিতে পর্যটন গন্তব্যের অভাব নেই। ফুকেট, ক্র‌্যাবি, কোহ সা মুইয়ের মতো জায়গাগুলোতে মধুচন্দ্রিমা বা পরিবার নিয়ে অবকাশে আসা পর্যটকের ভিড় লেগেই থাকে। ঢাকা থেকে বেশ কয়েকটি এয়ারলাইন্স ব্যাংককের সরাসরি ফ্লাইট পরিচালনা করে। তার মধ্যে রয়েছে থাই এয়ারওয়েজ, বিমান বাংলাদেশ, রিজেন্ট, ইউএসবাংলা। আগে থেকে টিকেট কাটলে ২০-২২ হাজার টাকাতেও টিকেট কাটা সম্ভব হয়। তবে থাইল্যান্ড যাবার জন্য বাংলাদেশিদের অবশ্যই ভিসা করে যেতে হয়। ভিসা নেবার পদ্ধতি খুব জটিল না, তবে প্রথমবার যারা আবেদন করেন তাদের কাছে কঠিন মনে হতে পারে। বাংলাদেশে অবস্থিত থাই দূতাবাসে ভিসার জন্য আবেদন করতে হয় ভিএফএস গ্লোবালের মাধ্যমে। আপনি চাইলে তাদের মাধ্যমে সরাসরি আবেদন করতে পারেন অথবা কোনো ট্রা