Posts

বাংলা ভাষা শিক্ষা কোর্স

Image
যারা ব্যাবসা সহ অন্যান্য কাজে #বাংলা #ভাষা বলা ও লিখা শিখতে চান। তাদের জন্যে শুরু হচ্ছে আমাদের ভাষা শিক্ষা #কোর্স সাথে থাকুন। এটি বিশেষ করে তাদের জন্যে প্রযোজ্য যাদের বা যারা একটি নতুন ভাষাকে রপ্ত করতে আগ্রহী তাদেরকে এখানে উৎসাহিত করা হচ্ছে। ধন্যবাদ যোগাযোগ করুন : bengalitranslators@gmail.com website: bengalitranslator.com #bengali #languageservices #language

ছন্দে ছন্দে প্রিপজিশন - Easy Ways to remember preposition.

Image
● নগর, শহর, দেশ, এদের আগে in বসিয়ে করবে বেশ। - ● সপ্তাহ, মাস, বছর, ঋতু, দশক, যুগ, শতাব্দী, এদের আগে in বসানো হয় আজ অব্দি। - ● প্রভাত, দুপুর, গোধূলি, রাত, এদের আগে at বসিয়ে করবে বাজিমাত। - ● সময়ের আগে at বসে, দিনের আগে on, দিনের অংশ ভাগে in না বসালে, করবে তবে Wrong। - ● Festival-এ at, নম্বরেও at, with হয় বস্তুতে, এইভাবে preposition শিখবে আনন্দ আর ফুর্তিতে। - ● Person-এ by, পাশে বুঝাতেও by, (যানবাহনের আগে) কিন্তু in a car, দক্ষতায় অদক্ষতায় at না বসালে সব হবে ছারখার। - ● ছোট হলে at, বড় হলে in, কখন হয়? এই পার্থক্য না বুঝলে মনে থাকবে ভয়। - ● বাহির থেকে ভিতরে into ব্যবহার করো, ভিতর থেকে বাহিরে হয় out of, Preposition না বুঝলে মুড থাকবে off. - ● লেগে (স্পর্শ করে) থাকলে on হয়, নইলে হয় above, Since, for বুঝ না, কেন না। ● শুরু থেকে বুঝাতে since হয়, নইলে হয় for, গতি বুঝাতে (উপর দিয়ে) over, নিচে হয় under, Preposition আসলেই খুব মজার। - ● মাত্রা (স্তর) বুঝাতে হয় below, Preposition শিখতে পেরে, আমি আছি খুব ভালো। - ● On- এ গিয়ে গতি হলে শেষ হয় onto, সাথে বুঝাতে with হয়,দিক বুঝাতে to.

English to Bengali Translations

Image
আমাদের রয়েছে দক্ষ বাংলা অনুবাদক আমরাই দিচ্ছি সবচেয়ে কম সময়ে নির্ভুল অনুবাদ / ট্রান্সলেশন আপনার প্রোজেক্ট শেষ করার পরও যদি কোন সংশোধন বা সংযোজন প্রয়োজন হয়, তাহলেও আমাদের পাবেন প্রতিটি কাজই শেষ করার পর আমাদের দক্ষ টিম এর দ্বারা চেক করে প্রেরন করা হয় যেহেতু বাংলা আমাদের মাতৃভাষা তাই আমরাই গ্রাহকের মনের মত করে অনুবাদ করতে পার আপনার কোম্পানির অথবা যেকোন ফাইল বাংলাইয় অনুবাদ করতে আজই আমাদের সাথে যোগাযোগ করুন। ইমেইলঃ contact@bengalitranslator.com bengalitranslators@gmail.com ফেইসবুকঃ https://www.facebook.com/bengalitranslator.official

Babu Khaicho Lyrics, Song

Image
#BabuKhaicho Lyrics - DJ Maruf and Tasnim  Anika Watch it here :  babu khaichu ki babura helmet telmet poira redi to naki ? tobe hoe jak Ajkal valobasha aktu streng hut hat babu r hut hat cheng, ke jeno kar sathe bojha boro dai ai mingle r single hai, preme pore makha makhi chole rat din ceragete ghosha ghoshi tumi aladin valobeshe sudhu naki fast food chai ami sala bujhina ki eto khai mon kore ana gona ami jan tumi sona kichu michu jan tan khaichen taichen bari jan kane mukhe kana kani chalu tumi ami jani topor topor topor topor krash khacho lokor jhokor prantake makha makhi jan tumi ami pakhi pakhi pakhi pok pok profile ta lok lok vhalo talo joto valo valobasha mohakalo saradin ghan ghan pan pan babu khicho  babu khicho babu khicho babu khicho babu khicho  babu khicho babu khicho aha ask korona ask korona babu khichobabu khicho babu khicho babu khicho  babu khicho babu khicho aha ask korona ask korona. Ki kotha sotto naki mittha bolsis Sei vai sei sei Murgitake edaning kh

Assalamu alaikum Everyone.☞ The Biography of Prophet Muhammad (S.A.W)

Image
Assalamu alaikum Everyone. ☞ The Biography of Prophet Muhammad (S.A.W) Name:Muhammad (S.A.W) Father : Abdullah Mother : Aminah Date of Birth :  12th Rabi Al-Awwal Date of Death : 08 Jun 632  11 after Hijra Age : 63 yrs  Place of Birth : Makkah Place of Death :Madinah  Residence : Makkah then moved to Madinah  Profession : Businessman, then a Prophet  Age: 63 years  Lived in Makkah :50 years  Nabowat Age: 40 years Lived in Madinah : 13 years Yrs of preaching : 23 years Merchant :26 years 583-609 CE Preacher :23 years 609-632 CE End of Worldly Life : 08 June 632.(11th after Hijra) ♥  A C T I O N S♥ 1.Virtue  2.Preaching  3.Jihad in Islam  ♥ B E H A V I O U R ♥  1.Peace and Justice 2.Loving Every body  3.Liking of Muslims 4.Philanthropic  5.Respectful of any organ (animals)? WIVES & MARRIED PERIOD  1.Khadija bint Khuwaylid 595-619  2.Sawda bint Zam'a 619- 632  3.Aisha bint Abi Bakr 619- 632  4.Hafsa bint Umar 624- 632  5.Zaynab bint Khuzayma 625- 627  6.Hind bint abi U

ভিসা ছাড়াই যে ৪১টি দেশে বাংলাদেশি নাগরিকরা ভ্রমণ করতে পারবেন

Image
ভিসা ছাড়াই যে ৪১টি দেশে বাংলাদেশি নাগরিকরা ভ্রমণ করতে পারবেন শুধু  পাসপোর্ট থাকলেই ৪১টি দেশে ঘুরে আসতে পারবেন বাংলাদেশের নাগরিকরা, লাগবে না কোনো ভিসা। বাংলাদেশ থেকে এর আগে ভিসা ছাড়া ৩৮ দেশে যাওয়া যেতো। কিন্তু এখন সেটি বেড়ে ৪১টি দেশ হয়েছে। মূলতঃ ২০১৯ সালে ৪১ দেশেই যাওয়ার ব্যবস্থা ছিল। তবে ২০২০ সালে কোনো পরিবর্তন না আসায় ৪১ দেশেই যেতে পারবেন। বিশ্বের ১০৪টি দেশের ওপর প্রতি বছরই জরিপ চালিয়ে একটি মূল্যায়ন সূচক তৈরি করে থাকে যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা ‘দ্যা হ্যানলি অ্যান্ড পার্টনার্স’। এই বছরও তার ব্যতিক্রম নয়। আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থার (আইএটিএ) ভ্রমণ তথ্যভাণ্ডারের সহযোগিতা নিয়ে প্রতিবছরের মতো এ সূচক তৈরি করেছে তারা। সেখানে বিশ্বে বাংলাদেশের অবস্থান সম্পর্কে এ তথ্য তুলে ধরা হয়েছে। দ্য হ্যানলি অ্যান্ড পার্টনার্স বলছে, বাংলাদেশি পাসপোর্ট থাকলে বিশ্বের ৪১টি দেশে ভিসা ছাড়াই প্রবেশ করা যাবে। নিচে তাদের তালিকা দেয়া হলোঃ এশিয়ার দেশসমূহ-   ভুটান, ইন্দোনেশিয়া, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা ও পূর্ব তিমুর। আফ্রিকার দেশসমূহ -   বেনিন, কেপ ভার্দ, কমোরো দ্বীপপুঞ্জ, জিবুতি, গাম্বিয়া, গিনি ব

১৬ বছর আগে যখন মার্ক জুকারবার্গ ফেসবুক বানানো শুরু করছিলেন

Image
১৬ বছর আগে যখন মার্ক জুকারবার্গ ফেসবুক বানানো শুরু করছিলেন তখন তিনি তার পুরো ফ্রেন্ড সার্কেলের মধ্যে তার রুমে পাঁচ জন কে ইনভাইট করেছিলেন। ইনভাইট করার কারণ কি ছিল জানেন? বিজনেস অপরচুনিটি নিয়ে কথা বলা। তার সেই পাঁচজন বন্ধুর মধ্যে মাত্র দুজন এসেছিল এবং মাত্র দুইজন তার এই তার চ্যালেঞ্জ গ্রহণ করেছিল। আর তারা দুজনেই আজ বিলিয়নিয়ার! 😊 01. Dustin Moskovitz With over $6.5 billion and 02. Eduardo Saverin with over $3.4 billion. তাই যখনই আপনার কোন বন্ধু বা কেউ আপনার নিকট এসে কোন বিজনেস অপরচুনিটি নিয়ে কথা বলবে। সত্যি বলছি মন দিয়ে শুনুন, মাইন্ড কে খুলে ধরুন এবং বুঝুন বোঝার চেষ্টা করুন। কারণ আপনার বন্ধু বা সেই মানুষটা এত মানুষ থাকতে আপনার কাছে এমনি এমনি ছুটে আসে নাই। নিশ্চয়ই আপনার মাঝে অনেক ভালো কিছু দেখেছে,যেটা আপনার কাছে হয়তো ধরা দেয় নাই। আপনার দ্বারাই ভালো কিছু করা সম্ভব।  সুযোগ আপনার কাছে আসবেই, আপনি যদি বিজ্ঞ হন তাহলে সুযোগটাকে আলিঙ্গণ করতে পারেন।