Posts

Showing posts from July, 2020

১৬ বছর আগে যখন মার্ক জুকারবার্গ ফেসবুক বানানো শুরু করছিলেন

Image
১৬ বছর আগে যখন মার্ক জুকারবার্গ ফেসবুক বানানো শুরু করছিলেন তখন তিনি তার পুরো ফ্রেন্ড সার্কেলের মধ্যে তার রুমে পাঁচ জন কে ইনভাইট করেছিলেন। ইনভাইট করার কারণ কি ছিল জানেন? বিজনেস অপরচুনিটি নিয়ে কথা বলা। তার সেই পাঁচজন বন্ধুর মধ্যে মাত্র দুজন এসেছিল এবং মাত্র দুইজন তার এই তার চ্যালেঞ্জ গ্রহণ করেছিল। আর তারা দুজনেই আজ বিলিয়নিয়ার! 😊 01. Dustin Moskovitz With over $6.5 billion and 02. Eduardo Saverin with over $3.4 billion. তাই যখনই আপনার কোন বন্ধু বা কেউ আপনার নিকট এসে কোন বিজনেস অপরচুনিটি নিয়ে কথা বলবে। সত্যি বলছি মন দিয়ে শুনুন, মাইন্ড কে খুলে ধরুন এবং বুঝুন বোঝার চেষ্টা করুন। কারণ আপনার বন্ধু বা সেই মানুষটা এত মানুষ থাকতে আপনার কাছে এমনি এমনি ছুটে আসে নাই। নিশ্চয়ই আপনার মাঝে অনেক ভালো কিছু দেখেছে,যেটা আপনার কাছে হয়তো ধরা দেয় নাই। আপনার দ্বারাই ভালো কিছু করা সম্ভব।  সুযোগ আপনার কাছে আসবেই, আপনি যদি বিজ্ঞ হন তাহলে সুযোগটাকে আলিঙ্গণ করতে পারেন।

ইংরেজীতে ঝগড়া

................স্যার এর কাছে থেকে শেখাে ইংরেজীতে ঝগড়া........ কারো সাথে ঝগড়া করতে চান? 📷 হয়ে যাক না একটু ঝগড়া, তাও আবার ইংরেজিতে!! 📷📷 ❖ Don’t cross your limit – সীমা ছাড়িয়ে যেওনা ❖ Keep your voice down – গলা নামিয়ে কথা বলো ❖ Keep your eyes down – চোখ নামিয়ে কথা বলো ❖ Don’t show your temper to me- আমার দিকে চোখ পাকিয়ো না ❖ I will teach you a good lesson – তোমাকে উচিত শিক্ষা দিবো। ❖ I will kick you out from here – তোমাকে লাথি দিয়ে বের করে দেব এখান থেকে ❖ You scoundrel – তুমি বদমাশ, ❖ You Hippocrates – তুমি ভন্ড ❖ What a big devil! – কত বড় শয়তানরে বাবা! ❖ I will slap off your teeth – থাপ্পর দিয়ে দাত ফেলে দেব ❖ I will make you flat by beating – তোমাকে পিটিয়ে সোজা করে দেব ❖ I will see you – আমি তোমাকে দেখে নেব ❖ Keep your finger down – আঙ্গুল নামিয়ে কথা বলো ❖ Mind your language – ভাষা সংযত করো ❖ Hold your tongue – মুখ সামলে কথা বলো ❖ Don’t grow so far – বেশি বার বেড়ো না। ❖ Do you think that I am a fool?- তুমি কি মনে কর আমি একটা বোকা? ❖ Have you gone mad?- তুমি কি পাগল হয়ে গেছ? ❖ You won

Some daily life dialogues

Some daily life dialogues👌 📖 No more buts – আর কোন কিন্তু নয় 📖 What’s up – কি খবর? 📖 Carry on – চালিয়ে যাও 📖 Wow – বাহ, দারুন তো 📖 My goodness! – একি! 📖 How come – কি ব্যাপার? 📖 What a mess! – কি এক ঝামেলা! 📖 Oh shit! – ধ্যাত্তেরি! 📖 Yes, go on – হ্যা, বলতে থাক 📖 Oh dear! – বলো কী! 📖 Hi guys – হ্যালো বন্ধুরা 📖 Good job! – সাবাশ! 📖 So what? – তাতে কি? 📖 Oh, no! – এ হতে পারেনা! 📖 Pay attention! – মনোযোগ দিন! 📖 Definitely – অবশ্যই 📖 Let it pass – ছেড়ে দিন। 📖 Obviously – স্পষ্টত, সম্ভবত 📖 It’s your turn – এবার তোমার পালা 📖 As if – যেন, কি যে হতো 📖 Damn it! – চুলায় যাক! 📖 What a surprise!- হটাৎ যে! 📖 Go to the devil! – গোল্লায় যাক! 📖 What about you? – তোমার খবর কি? 📖 so so – মোটামোটি 📖 So be it – তবে তাই হোক 📖 Who cares! – কার কি যায় আসে! 📖 I’m at a loss – কি বলব ভেবে পাচ্ছিনা! 📖 Heiya! It is you I see – আরে তুমি যে 📖 Let me see – আমাকে দেখতে দাও 📖 Oh sure – ও নিশ্চয়ই 📖 Who knows! – কে জানে! 📖 Bullshit! – বাজে কথা 📖 But who cares! – কে ধারধারে! 📖 How so –

আয়ারল্যান্ডে মাস্টার্স বা ব্যাচেলর আপনার ক্যারিয়ার

আয়ারল্যান্ডে মাস্টার্স বা ব্যাচেলর আপনার ক্যারিয়ার এর জন্য একটা অসাধারণ অর্জন হতে পারে। আয়ারল্যান্ডে যে পরিমাণ ইন্ডিয়ান বা চাইনিজ ছাত্র ছাত্রী আসে প্রতি বছর, বাংলাদেশি তার কাছে ১% ও না।  মূল কারণ হল ২টা।  ১- আমাদের সনাতনী মেন্টালিটি। ভাবি, আমার ছেলে বা মেয়ে কানাডা গেছে, ইংল্যান্ড গেছে, অস্ট্রেলিয়া গেছে, এমেরিকা গেছে শুনতে যেরকম একটা ভাব আসে- আয়ারল্যান্ড হয়তো ওরকম আসে না। এবং,  ২- বাংলাদেশের ৫০% এর বেশি মানুষ বিদেশে পড়তে যায় পড়াশোনার প্রতি কোন আগ্রহ থেকে না, মেইনলি ঐ দেশ এ যেয়ে সেটেল হতে। পড়াশোনা টা ইমিগ্রেশন এর একটা স্টেজ মাত্র।  একারণে আয়ারল্যান্ড এ দুনিয়ার টপ ২০০ ইউনিভার্সিটির এবং ইউরোপ এর টপ ২০ টা ইউনিভার্সিটির অনেক গুলা থাকার পরেও খুব একটা পপুলার ডেসটিনেশন না বাংলাদেশি দের মধ্যে।  কিন্তু হওয়া উচিত?  কেন?  আয়ারল্যান্ড আপনাকে মাস্টার্স শেষ হওয়ার পরে ২ বছর থাকতে এবং চাকরি খুঁজতে দেবে। পেয়ে গেলে খুব সহজেই আপনি ৫ বছর এর মধ্যে পি আর পেয়ে আইরিশ নাগরিক হয়ে যাবেন।  আয়ারল্যান্ড দুনিয়ার সবচেয়ে ভাল মানুষ দের জায়গা। রেসিজম এর কোন নাম নিশানা নেই। আপনার স্কিল থাকলেই আপনি মর্যাদা পাবেন।  আয়ারল্যান

বিগত ১৫ বছরের সকল প্রকার Exam এর 1000

বিগত ১৫ বছরের সকল প্রকার Exam এর 1000 VOCABULRY. 1: Fortuitous -আকস্মিক 2: Inherent – স্বাভাবিক 3: Legible -সহজপাঠ্য 4: Indelible -অমোচোনীয় 5: Endurable -সহনীয়/টেকসই 6: gregarious -মিশুক /সামাজিক 7: Introverted -অন্তর্মুখী ব্যক্তি (আত্মকেন্দ্রিক চিন্তা চেতনা ) 8: Alleviate -উপশম করা 9: Aggravate -অধিক গুরুতর/ শোচনীয় করে তোলা 10: Elevate -উত্তোলন করা,উন্নীত করা 11: Desultory -নিয়মশৃংখলাহীন 12: Methodical -সুশৃংখল 13: Integral -অপরিহার্য অংশ 14: Dissipate – দূর করা/অপচয় করা 15: Exempt -রেহাই /অব্যহতি দেয়া 17: Obliged -বাধিত বা ঋণী হয়েছে এমন 18: Steadfast -অবিচলিত 19: Valiant -সাহসী 20: Repute -সুখ্যাতি 21: Susceptible -স্পর্শকাতর 22: opaque- অস্বচ্ছ 24: Tepid -অল্প গরম বা কুসুম কুসুম গরম 25: Seething -ফুটে উপচে পড়া এমন 26: Intimate -অন্তরঙ্গ 27: Turbid – ঘোলাটে 28: Swollen – ফোলা বা ফুলে যাওয়া 29: Accretion -সংযোজনের মাধ্যমেবৃদ্ধি 30: Procession : মিছিল বা শোভাযাত্রা 31: Applaud -প্রশংসা 32: Evasion -এড়িয়ে যাওয়া 33: Transmit -প্রেরণ বা হস্তান্তর করা 34: Obscure -অন্ধকার 35: W

wonderful moments in South Korea

https://youtu.be/8-q9e2XV9_Y