বাংলাদেশীদের মাল্টিপল ভিসা দিবে দক্ষিণ কোরিয়া




বাংলাদেশীসহ মোট ১১টি দেশের নাগরিকদের জন্য মাল্টিপল ভিসা চালু করতে যাচ্ছে দক্ষিণ কোরিয়ার সরকার। এইসব দেশের নাগরিকরা ৩ থেকে ১০ বছর পর্যন্ত মাল্টিপল ভিসা পাবেন। তবে সবাই এই সুযোগ পাবেন না। এইসব দেশের ডাক্তার, আইনজীবী, প্রফেসরসহ যারা বিশেষ পেশায় যুক্ত আছেন তারা এই সুবিধা পাবেন। কোরিয়াতে যারা পড়াশোনা করেছেন তারাও এই সুবিধার অন্তর্ভুক্ত হবেন। এই শ্রেণীর নাগরিকরা অবৈধভাবে থেকে যাওয়া কিংবা আইন অমান্য করার প্রবণতা কম হওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে দেশটির আইন মন্ত্রণালয়।


Korea VISA


আগামী ৩ ডিসেম্বর থেকে এই আইন কার্যকর হবে। তবে মাল্টিপল ভিসা কতবছর দেওয়া হবে সেটা নির্ভর করবে আবেদনকারী সার্বিক অবস্থার উপর। বাংলাদেশ ছাড়াও মায়ানমার, কম্বোডিয়া, ভারত, শ্রীলংকা, পাকিস্তান, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, নেপাল এবং লাউস। 

কোরিয়ায় এইসব দেশের পর্যটকদের আকর্ষণ করা, ব্যবসা বাণিজ্য বৃদ্ধি, কে-পপের প্রভাবের কারণে এই সিদ্ধান্ত নিয়েছে দেশটি।

Popular posts from this blog

ভূটান_ট্যুর (৫ রাত / ৪ দিন)

সূরা ইখলাস, রাসূল (সাঃ) বলেছেন, ‘নিশ্চয়ই সূরা ইখলাস এক-তৃতীয়াংশ কুরআনের সমান

Assalamu alaikum Everyone.☞ The Biography of Prophet Muhammad (S.A.W)